Saturday, July 4, 2020

Prothom Alo - প্রথম আলো


ট্র্যান্সকম গ্রুপের  মালিক লতিফুর রহমানের বিষয়ে খুব একটা জানা নেই আমার, আমার ইচ্ছা, তার সম্পর্কে বিস্তারিত জানার।

এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি-

১) ট্রান্সকম প্রতিষ্ঠিত হয় আজ থেকে ১১৫ বছর আগে ১৮৮৫ সালে, একটি টি-প্ল্যানটেশন কোম্পানি হিসেবে। লতিফুর রহমান ট্র্যান্সকমের হাল ধরেন ১৯৭৩ সালে। স্বাভাবিকভাবে আমার মনে একটি প্রশ্ন জেগেছে, ১৮৮৫ সালে ট্রান্সকম কে প্রতিষ্ঠিত করেছিলো ? ব্রিটিশরা ?? কারণ ঐ সময় টি কোম্পানিগুলো ব্রিটিশদেরই ছিলো। তারমানে লতিফুর রহমান কি ব্রিটিশদের থেকে ট্রান্সকম কিনেছিলো ?- এ বিষয়টি একটু জানা দরকার।
২) বাংলাদেশের মিডিয়াতে এনে মেয়েদের খারাপ করায় লতিফুরের একটা বিরাট ভূমিকা আছে। সেই তার মিডিয়া গ্রুপের পত্রিকা আনন্দধারার মাধ্যমে তা চালু করে। ১৯৮৭ সালে প্রথম আয়োজিত হয় ‘আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী ১৯৮৭’ প্রতিযোগীতা। পরবর্তীতে আনন্দ বিচিত্রার সাথে যুক্ত হয় লাক্স। নাম হয়- লাক্স আনন্দধারা সুন্দরী প্রতিযোগীতা। বর্তমানে মিডিয়াতে যত অভিনেত্রী-মডেল সবার আগমন লতিফুরের শুরু করা সেই প্রতিযোগীতা বা তার ধারাবাহিকতার মধ্য দিয়েই।



৩) লতিফুরের প্রথমে পারিবারিক ব্যবসা ছিলো পাটের ব্যবসা। তাদের পারিবারিক জুট মিলের নাম ডব্লু রহমান জুট মিল। মিলটি সম্ভবত চাদপুরে অবস্থিত। মিলটি এক পর্যায়ে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বাংলাদেশ ব্যাংকের কাছে প্রচুর দেনাগ্রস্ত হয়, শ্রমিকের বেতন না দিয়েই কারখানা বন্ধ করে দেয় লতিফুর। এ সময় লতিফুরের নামে কোর্টে অসংখ্য মামলা হয়।
৪) শোনা যায়, লতিফুরকে এ কঠিন অবস্থা রক্ষা করে তার স্ত্রী’র কাজিন অনুপ চেটিয়ার টাকা। অনুপ চেটিয়া হলো সন্ত্রাসী সংগঠন উলফার নেতা। অনুপ চেটিয়া ও লতিফুরের আর্থিক লেনদেনের গন্ডগোল থেকেই পরিবর্তীতে খুন হয় লতিফুরের মেয়ে শাজনীন তাসনিম রহমান।
৫) লতিফুর তার ব্যবসা দাড় করায় ইহুদী কোম্পানি নেসলের বাংলাদেশের ডিসট্রিবিউটর হয়ে। নেসলের দুধ বাংলাদেশে এসে বিক্রি করেই কোটিপতি হয়ে যায় লতিফুর। কিছুদিন আগে, বাংলাদেশের দেশীয় খামারীদের গরুর দুধের বিরুদ্ধে প্রথম আলোর অবস্থান বেশ লক্ষণীয় ছিলো। এর কারণ প্রথম আলোর মালিকের প্রথম ব্যবসা ছিলো বিদেশী গুড়া দুধ বাংলাদেশে আমদানি করা। বাংলাদেশের খামারীরা যদি দাড়িয়ে যায়, তবে তারা বিদেশ থেকে গুড়া দুধের আমদানির ব্যবসা করবে কিভাবে ?
৬) শুধু গুড়া দুধ নয়, লতিফুরের ব্যবসায় হচ্ছে বিদেশী কোম্পানির পণ্য বাংলাদেশে এনে ব্যবসা করা। নেসলে ছাড়াও পেপসি, সেভেন আপ, কেএফসি, পিজা হাটসহ শত শত বিদেশী কোম্পানির বাংলাদেশী পরিবেশক লতিফুরের ট্রান্সকম। এ কারণে আমার মনে হয়, প্রথম আলো সব সময় দেশী ব্যবসা-বাণিজ্যের বিরুদ্ধে। কারণ দেশীয় ব্র্যান্ড বা ব্যবসায়ীরা যদি দাড়িয়ে যায়, তখন তো বিদেশ কোম্পানির পণ্য দিয়ে দেশের মানুষের কাছে ব্যবসা করা যাবে না।
৭) লতিফুরের খারাপ কাজ আমার মনে হয়েছে, সে দৈনিক প্রথম আলোর দায়িত্ব দিয়েছে মতিউর রহমানকে, যে পাক্কা ডেমোক্র্যাটিক ব্লকের (ডেমোক্র্যাটিক Ramon Magsaysay Award পুরষ্কার পাওয়া) এবং ডেইলি স্টারের দায়িত্বে রেখেছে মাহফুজ আনামকে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালিত ইউএসজিএলসি-এনইডি-ইএফইএক্স নেটওয়ার্কের দৈনিক পত্রিকার পাবলিশারদের সংগঠন World Association of Newspapers and News Publishers International এর সদস্য। এ পত্রিকাগুলো দিয়ে হরদম ডেমোক্র্যাটিক ব্লকের বিভিন্ন তত্ত্ব বাংলাদেশের মানুষকে খাওয়ানো হয়।
৮) ২০০৭ সালে ১/১১ এর সাথে লতিফুর ওতপ্রোতভাবে জড়িত। ডেমোক্র্যাটিকদের লক্ষ্য হলো- বাংলাদেশ থেকে মাইনাস টু করে সেখানে তাদের লোক বসানো। ঐ সময় খালেদা-হাসিনাকে বাদ দিয়ে হিলারির বন্ধু ইউনুসকে বসাতে বহু চেষ্টা করে লতিফুর ও তার পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার। যদিও তারা সে সময় সফল হয়নি।
৯) বিদেশী পণ্য বাংলাদেশে এনে ব্যবসা করার নাম করে প্রচুর পরিমাণে টাকা পাচার করে লতিফুর। এত দুর্নীতি করেও বড় বড় দুই মিডিয়া তার হাতে থাকায় কেউ তার বিরুদ্ধে কিছু বলার সাহস পায়নি। এমনকি ১/১১ এর পর তত্ত্বাবধায়ক সরকারের সময় বড় বড় দুর্নীতিবাজ ধরা খেলেও রহস্যজনকভাবে লতিফুরের কিছু হয় না। উল্লেখ্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি হিসেবে ছিলো ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ ফাহিম মোনায়েম।
১০) যমুনা ব্রীজ খোলার মাত্র ১০ বছরের মধ্যে বড় ফাটল দেখা দেয়। এর কারণ হিসেবে মনে করা হয় ট্রান্সকমের নিম্নমানের সিমেন্ট। যদিও ঐ সময় বিষয়টি নিয়ে কেউ লতিফুরকে দোষারোপ করার সাহস পর্যন্ত করেনি।
১১) আরেক ডেমোক্র্যাটিক ব্লক সদস্য ফজলে আবেদের ব্র্যাকের গভর্নিং বডির সাথে সম্পৃক্ত ছিলো লতিফুর।
১২) আমার অ্যানালাইসিস বলে- লতিফুরের দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার হচ্ছে ডেমোক্র্যাটিক ব্লকের বাংলাদেশের ঘাটি। বাংলাদেশে ডেমোক্র্যাটিক ব্লক কি কি পলিসি এপ্ল্যাই হবে তার নির্দেশনা বহু আগেই এ পত্রিকা দুটোতে দেয়া হয়। এদের নির্দেশনা নিয়েই পরবর্তীতে অন্যরা কাজ করে। বাংলাদেশে অন্য ডেমোক্র্যাটিক ব্লক সদস্যদের মধ্যে সমন্বয় করা এবং মিডিয়া সাপোর্ট দেয়া প্রথম আলো - ডেইলি স্টারের অন্যতম কাজ। লতিফুর ছিলো এদের সব অপকর্মের অন্যতম বাংলাদেশী পৃষ্ঠপোষক। তার মৃত্যুতে বিদেশী সম্রাজ্রবাদীরা সত্যিই এক মহান দালালকে হারালো।



------------------------------------------------------------------------


Reported By:  Vivid Productions Team 


Copyright ©2020. Vivid Productions Company Limited. All Rights Reserved

Trademark & Copyright Notice: ™ and © 2020 Vivid and its related entities. All rights reserved. Use of this Website (including any and all parts and components) constitutes your acceptance of these TERMS OF USE and PRIVACY POLICYAD CHOICES

No comments:
Write Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();