Monday, May 31, 2021

ছাগলের ভ্যাকসিন

 



অনেকে জিজ্ঞাসা করেছেন আপনি ছাগলের কি কি ভ্যাকসিন দেন ।


ছাগলের বেশির ভাগ ক্ষেত্রে পি পি আর আর ক্ষুরা রোগে আক্রান্ত হয় এবং ছাগলের খামার ধ্বংস করে দেয় । আমি এ দুটিই দিয়ে থাকি এছাড়া আরও অন্যান্য ভ্যাকসিন দিতে হয়। সেগুলি নিম্নে। তবে প্রতিরোধের ক্ষেত্রে যে কোন রোগের জন্য লক্ষনের উপর হেমিও ঔষধ ব্যবহার করি । টি টি নাসের ক্ষেত্রেও । ভাল ফলও পায়।
#চলুন জেনে নিই ছাগলের ভ্যাকসিন সম্বন্ধেঃ

#রোগের নাম টিকার নাম, ডোজ ও প্রয়োগ পদ্ধতি ও বুস্টার ডোজঃ

#পি.পি.আর রোগঃ= পি.পি.আর টিকা ১ মিলি বা সিসি করে চামড়ার নিচে ইনজেকশন ১ বছর পরপর ৪ মাস বয়সে এ টিকা দিতে হয়। তবে, ছাগলের বাচ্চার বয়স ২ মাস হলেই এ টীকা দেওয়া যাবে। এক্ষেত্রে ৬ মাস পর বুস্টার ডোজ দিতে হবে। এর পর থেকে বছরে এক বার করে দিতে হবে।
#ক্ষুরা রোগ বাঃ- রোগের নামঃ ক্ষুরা রোগ বা এফ.এম.ডি
#টিকার নামঃ ক্ষুরা রোগ টিকা
#প্রদাহের স্থানঃ চামড়ার নিচে
#মাত্রাঃমনোভ্যলেন্টঃ ১ সিসি ,বাইভ্যালেন্টঃ ২ সিসি, ট্রাইভ্যালেন্টঃ ৩ সিসি
সর্তকতাঃ ৪ মাস বয়স থেকে শুরু করে যেকোন বয়সের ছাগলকে এমনকি গর্ভবতী ছাগলকে দেওয়া যাবে।
#গোট পক্সঃ- • টিকার নামঃ গোট পক্স ভ্যাকসিন
#রোগের নামঃ গোট পক্স বা ছাগলের বসন্ত রোগ
#প্রদাহের স্থানঃ চামড়ার নিচে
#মাত্রাঃ ছাগল – ১ সিসি
#ইমিউনিটিঃ ১ বৎসর। প্রথম বার ভ্যাকসিন দেবার পর বছরে ১ বার করে দিতে হবে।
সর্তকতাঃ ৬ মাস বয়স হলেই ছাগলকে এ টিকা দেয়া যাবে। প্রথম বার ভ্যাকসিন দেবার পর বছরে ১ বার করে দিতে হবে।
#টিকার নামঃ এ্যানথাক্স বা তড়কা টিকা
#রোগের নামঃ তড়কা
#প্রদাহের স্থানঃ ঘারের চামড়ার নিচে
#মাত্রাঃ ছাগল – ০.৫ সিসি
#ইমিউনিটিঃ ১ বৎসর। প্রথম বার ভ্যাকসিন দেবার পর বছরে ১ বার করে দিতে হবে।
সর্তকতাঃ ছাগলের বয়স ২ মাস বয়সের বেশি হলে দেওয়া যাবে এবং প্যাগনেন্ট ছাগলকে দিবেন না।
#টিটেনাস/লক জ্বঃ-টিকা টি.টি-টিটেনাস টক্সাইড ০.৫ মিঃলিঃ ত্বকের নিচে বা মাংসপেশীতে ।
জন্মের পর থেকে দেওয়া যায়। #ইমিউনিটিঃ ১ বৎসর।

বি দ্রঃ-টিটেনাসে আক্রান্ত হলে এটা দেওয়া যাবেনা।তখন অব্যশই এন্টি টিটেসাস সিরাম রেজিঃ ডাক্তারের পরামর্শশ অনুযায়ি দিতে হবে।

চলবে সঙ্গে থাকুন করে ফেলুন আপনার জিজ্ঞাসা।

No comments:
Write Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();