Wednesday, November 29, 2017

২২তম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালা চলচ্চিত্র উৎসবে ‘ডুব’


চলতি বছরে মুক্তি প্রাপ্ত মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ঢালিউডের অন্যতম আলোচিত সিনেমার একটি। ‘ডুব’ ইতিমধ্যে চীন, রাশিয়া, মিশর’সহ বেশ কিছু দেশের উৎসবে প্রদর্শিত হয়েছে। সমালোচকদের প্রশংসার পাশাপাশি সিনেমাটি জিতে নিয়েছে বেশ কিছু পুরস্কারও।







নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগের মাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন। ভারতের কেরালায় এ উৎসব ৮ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। কেরালা ভারতের দক্ষিণ-পশ্চিম কোণ ঘেঁষা একটি রাজ্য।

‘ডুব’-এ মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান। আরো আছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র।

সিনেমাটি প্রযোজনা করেছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান।

চলতি বছরে মুক্তি প্রাপ্ত মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ঢালিউডের অন্যতম আলোচিত সিনেমার একটি। ‘ডুব’ ইতিমধ্যে চীন, রাশিয়া, মিশর’সহ বেশ কিছু দেশের উৎসবে প্রদর্শিত হয়েছে। সমালোচকদের প্রশংসার পাশাপাশি সিনেমাটি জিতে নিয়েছে বেশ কিছু পুরস্কারও।


বাণিজ্যিকভাবে বাংলাদেশ ও ভারতে মুক্তির পাশাপাশি এ সিনেমাটি অংশ নিয়েছে গুরুত্বপূর্ণ কিছু উৎসবে। ভারতের গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার ২২তম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালা’-তে অংশ নিচ্ছে এ সিনেমাটি।


Vivid Productions - World of Entertainment

No comments:
Write Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();